| দুপুর ১২:১১ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে নববর্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাজিতপুর সংবাদদাতা:১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, ইউ এন ও এ জেড এম শারজিল হাছানের নেতৃত্বে  বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি শেষ হয় উপজেলায়। পরে দুপুর ১২টা উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাষ্টার মোবারক হোসেন, এম পিএস র্ববেল আহমেদ, হাজী মোঃ মোস্তফা কামাল, হাজী দ্বীন ইসলাম, এড.শৈলেশ্বর দাস প্রমূখ।
ভাটিয়ালি ও দেশাত্ববোধক গান পরিবেশন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম  বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিল্পী দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে ইউ এন ও এ জেড এম শারজিল হাছান সহ সাংস্কৃতিক মনা স’ানীয় শিল্পী কাঞ্চন মিয়া, বয়াতি ইমরান সরকার, গম্ভৗরা দলের মাহবুব মনির। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম ও ইউ এন ও এ জেড এম শারজিল হাছান পুরষ্কার বিতরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৬