| সকাল ৭:৫৯ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫জনের মনোনয়ন বাতিল

 

ফুলবাড়ীয়া ব্যুরো চীফ ঃ  ১১ এপ্রিল ২০১৬, সোমবার,

৪র্থধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১৩ ইউনিয়নে ২জন চেয়ারম্যানসহ ১৫জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। অধিকাংশ প্রার্থীর ঋণ খেলাপীর জন্য প্রার্থিতা বাতিল হয়েছে বলে রির্টানিং অফিসাররা জানিয়েছেন। ১০ ও ১১এপ্রিল অনুষ্ঠিত বাছাইয়ে তাদের প্রার্থিতা বাতিল হয়।
রির্টানিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, নাওগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন, বালিয়ানে সংরৰিত ১, সাধারণ সদস্য ১জন, দেওখোলা সাধারণ সদস্য-২জন, ফুলবাড়ীয়া ইউনিয়নে সাধারণ সদস্য ২জনের মনোনয়ন বাতিল হয়েছে।
রির্টানিং অফিসার ডা. আব্দুল মান্নান জানান, পুটিজানায় ১জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়েছে।
রির্টানিং অফিসার মো. মনির্বজ্জামান জানান, রাঙ্গামাটিয়া ইউনিয়নে কমিউনিস্ট চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন, কালাদহে সংরৰিত-১জন ও সাধারণ সদস্য ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
রির্টানিং অফিসার জীবন আরা বেগম জানান, রাধাকানাই ইউনিয়নে সংরৰিত ১জন, সাধারণ সদস্য ১জন, আছিম পাটুলী ইউনিয়নে সাধারণ সদস্য ১জন এবং ভবানীপুরে ২জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়েছে।
আগামী ১৮এপ্রিলের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৭ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬