| সকাল ১০:৩১ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ২৩ শিক্ষা প্রতিষ্ঠান

ছাইদুর রহমান নাঈম,কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে:   কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পদ নানা জটিলতার কারনে দীর্ঘ দিন যাবৎ শুন্য রয়েছে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জটিলতা পরিচালনা কমিটির অনীহা ও প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি না দেয়ায় এ সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রধান শিক্ষক নিয়োগে অন্তরায় হয়ে দাড়িয়েছে। ফলে প্রতিষ্ঠান গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। কটিয়াদী উপজেলা ডিগ্রি কলেজ ২ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১ টি, কারিগরি কলেজ ২ টি, মাধ্যমিক বিদ্যালয় ২৭ টি, মাদ্রাসা ২১ টি, সরকারি প্রথমিক বিদ্যালয় ৮১ টি, রেজিঃ প্রথমিক বিদ্যালয় ৩২ টি, কমিউনিটি বিদ্যালয় ১ টি। এর মধ্যে ১ টি কলেজ ,৭ টি উচ্ছ বিদ্যালয়, ১ টি মাদ্রাসা ও ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘ দিন যাবত খালি রয়েছে। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত দিয়ে চলছে। প্রতিষ্ঠান গুলো হচ্ছে কটিয়াদী ডাক্তার আঃ মান্নান মহিলা কলেজ, চরআলগী, বনগ্রাম, বোয়ালিয়া, করগাঁও, কটিয়াদী পাইলট, আচমিতা এবং মামলা সংক্রান্ত কারণে লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও পাঁচগাতিয়া এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসায় প্রধান শিক্ষক পদ খালি রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় হচ্ছে করগাঁও দিয়াকুল, ভাট্টা, কাউনা মাহমুদপুর, ভুনা, চান্দপুর কুঁড়েরপাড়া, চান্দপুর মধ্য পাড়া, চান্দপুর, মন্ডলভোগ, বনগ্রাম ভিটি পাড়া, নগাঁও, মুমুরদিয়া, চরআলগী পুর্ব, চরকাউনিয়া ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে.এম গোলাম কিবরিয়া জানান, মামলা সংক্রান্ত দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি উচ্চ বিদ্যালয় গুলোতে পর্যায় ক্রমে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফাইজ উদ্দিন আকন্দ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিনিয়র শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের কার্জক্রম হাতে নেঙয়া হয়েছে। অচিরেই এসব সমস্যার সমাধান হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৭ অপরাহ্ণ | এপ্রিল ১১, ২০১৬