| সকাল ৬:১৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সমকামী নারীদের মিলনমেলা

অনলাইন ডেস্ক | ৯ এপ্রিল ২০১৬, শনিবার

ফ্লোরিডায় হয়ে গেল বিশ্বের সমকামী নারীদের মিলনমেলা। বিভিন্ন স্থান থেকে এ মিলনমেলায় যোগ দিয়েছিলেন ২০ হাজারের বেশি সমকামী নারী। ফ্লোরিডার পাম স্প্রিংয়ে আয়োজিত এ মহাযজ্ঞে ছিল না কোন পুরুষ। শুধু নারী আর নারী। তারা কখনো উন্মত্ত শারীরিক চাহিদায় হারিয়ে গেছেন। কখনো বা অত্যন্ত স্বল্প বসনে করেছেন সূর্যস্নান। করেছেন জলকেলি। এতে যোগ দিয়েছিলেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লেডি গাগা, কেটি পেরি, দ্য পুসিক্যাটস। ফ্লোরিডায় প্রতি বছর আয়োজন করা হয় এ উৎসব। একে বলা হয় বিশ্বে শুধু নারীদের সবচেয়ে বড় পার্টি। সব চেয়ে বড় সমাবেশ। এর নাম দেয়া হয়েছে ক্লাব স্কার্ট দিনাহ শোর উইকেন্ড। বিশ্বে এমন আর কোন দ্বিতীয় উৎসব পালিত হয় না। দ্য দিনা উৎসবে যেহেতু কোন পুরুষ থাকেন না তাই নারীরা যে যেভাবে পারেন আনন্দ ভোগ করে নেন। কে কতটা সমকামিতায় দক্ষ, কার কেমন অভিজ্ঞতা- সব শেয়ার করেন একে অন্যের সঙ্গে। এ বছর এ উৎসব ২৬ বছরে পড়লো। পালিত হলো ৩০শে মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত। এ উৎসবের নামকরণ হয়েছে দিনা শোর গলফ টুর্নামেনট থেকে। এ টুর্নামেনটট৫ আবার এএনএ ইন্সপিরেশন নামে পরিচিত। নারীদের গলফের মধ্যে এটিও বেশ জনপ্রিয়। এ উৎসবের প্রতিষ্ঠাতা শোর। তবে তিনি নিজে সমকামী নারী ছিলেন না। তবে অনলাইন গার্ডিয়ান রিপোর্ট করেছে, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই এলাকায় জমায়েত হন বিপুল সংখ্যক সমকামী নারী। তাদের উদ্যোগেই শুরু হয়েছে সমকামী নারীদের এই বার্ষিক উৎসব। এ উৎসবে অংশ নেয়া এক সমকামী নারী বললেন, এখানে আমি সব দেখাতে পছন্দ করি। আমি শরীরকে উজার করে প্রকাশ করেছি। যে সব নারী উৎসবে এসেছিলেন তারা সবাই সুন্দরী। মান সম্মত।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০১৬