ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় বিনামূল্যে চক্ষু শিবির
স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার আছিম উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার বিনা মূল্যে চুক্ষ শিবির অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির ক্যাম্পের লায়ন্স ফাউন্ডেশনের জেলা গভর্নর ওয়াহিদুজ্জামান বাবর উদ্বোধন করেন । উদ্বোধন শেষে এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন চক্ষু শিবির কার্যক্রমের অন্যতম পৃষ্টপোষক কাষ্টমসের জয়েন্ট কমিশনার ডঃ তাজুল ইসলাম, লায়ন ক্লাবের ভাইস গভর্নর লায়ন সাইফুল ইসলাম স’ানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান ও ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি গোলাম ফারুক আকন্দ প্রমূখ।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে লায়ন ওয়াহিদুজ্জামান বাবর বলেন কিছু দিন পরেই লায়ন ক্লাবের শত বছর পূর্তী হতে উদযাপন করা হবে , গ্রামাঞ্চলের হত দরিদ্র জনগনের জন্য এবং আর্ত মানবতার সেবায় লায়নস ক্লাব কাজ করে যাচ্ছে ,এ পর্যন- দেশ ব্যাপী ১১৫টি বিনা মূল্যে চক্ষু শিবির করা হয়েছে ।
লায়ন ক্লাবের সকল সদস্যরা আর্ত মানবতার সেবায় সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই,বিনা মূল্যে দিন ব্যাপী চক্ষু শিবিরের সহস্্রাধিক হতদ্ররিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও ওষধ দেয়া হয়। #