| রাত ১২:২৮ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে বাউএক আয়োজিত শীতকালীন সবজি চাষ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এপ্রিল-০৪ ঃ বাকৃবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত শীতকালীন সবজি চাষ প্রতিযোগিতা ২০১৫-১৬ এর পুরস্কার বিতরণী গত (০৪ এপ্রিল ২০১৬) সোমবার বাউএক চাষি হোস্টেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর হতে এ বিশ্বদ্যিালয়ের শিৰা ও গবেষণা কৃষির উন্নয়নে পরিচালিত হয়ে আসছে। ড. আকবর আরো বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এর সম্পূর্ণ অবদান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্রাজুয়েটবৃন্দের। কৃষির উন্নয়নে তাঁরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে।
বাউএক পরিচালক প্রফেসর ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসপাডা’র নির্বাহী পরিচালক মোঃ আবদুর রশিদ।
পরে ভাইস-চ্যান্সেলর বাউএক সমিতির আওতাভূক্ত বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের প্রশিৰনার্থী এবং কৃষক ও কৃষাণীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। উলেৱখ্য, উক্ত প্রতিযোগিতায় বাউএক আওতাভূক্ত ৫টি শিৰা প্রতিষ্ঠান ও সমিতির মধ্য থেকে ছাত্র-ছাত্রীসহ ৬০ কৃষক কৃষাণী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাউএক এর সহকারী পরিচালক ড. এনামুল হক সরকার।

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৬