খালেদা আত্মসমর্পণ করবেন মঙ্গলবার

লোকলোকান্তর ডেস্কঃ আগামী মঙ্গলবার পাঁচটি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, ওইদিন তিনি (খালেদা) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।
অন্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ জানান, মোট ৫টি মামলায় বিভিন্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাবেন খালেদা জিয়া।