| সকাল ১০:৫৭ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ১১টি ইউপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্র স্থগিত, অপ্রীতিকর ঘটনায় আহত ৮, বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

 

বাজিতপুর ও ভৈরব সংবাদদাতা ঃ ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে কৈলাগ বাংলা বাজার সংলগ্ন পুরাতন কৈলাগ ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ৩০০ ব্যালট পেপার ছিনতাই হওয়ার কারণে রিটার্নিং অফিসার সাফিউদ্দিন সুমন ও ঐ কেন্দ্‌্েরর প্রিজাইডিং অফিসার আব্দুল কালাম আজাদ (৩নং কেন্দ্র) নির্বাচন স্থগিত ঘোষণা করেন  বৃহস্পতিবার দুপুরের দিকে। স্থগিত হওয়া ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৭৫০টি এবং বুথ রয়েছে মাত্র ৩টি। এছাড়া কৈলাগ ইউনিয়নের বিএনপির চেয়াম্যান প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচন বর্জন করেছেন। তিনি তার অভিযোগে উলেৱখ করেন, তার দলের এজেন্টদেরকে সরকার দলীয় সমর্থকরা বের করে দেওয়ার কারণে তিনি নির্বাচন বর্জন করেন। এদিকে মাইজচর ইউনিয়নের পারকচুয়া নির্বাচন কেন্দ্রের অদূরে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএনপি ও আওয়ামীলীগ চেয়াম্যান প্রার্থী সমর্থকদের মাঝে ধাওয়া পালটা ধাওয়ায় অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে পিরিজপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে একদল দূর্বৃত্তরা বিভিন্ন ভোট কেন্দ্র দখল করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কৈলাগ ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং অফিসার মোঃ শাফি উদ্দিন সুমন  বিকালে জানান, বাংলা বাজার পুরাতন ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৩০০ ব্যালট পেপার ছিনতাই হওয়ার কারণে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঐ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। তিনি বলেন, প্রিজাইডিং অফিসার যদি কর্তব্য অবহেলা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন বলে উলেৱখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৫ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০১৬