| বিকাল ৩:২২ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় বিএনপি’র অফিসও নেই! স্বাধীনতা দিবসের কর্মসূচীও নেই?

 

ফুলবাড়িয়া ব্যুরো : ২৭ মার্চ ২০১৬, রবিবার,

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র অফিস নেই! কোন কর্মসূচীও নেই? আমলাতান্ত্রিক মনোভাব ও স্বৈরাচারী চেতনা থাকায় ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি স্বচ্ছ রাজনীতিতে বড় অন্তরায় বলে দাবী করেছেন তৃর্ণমুল বিএনপি। তাদের মতে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জি. শামছ উদ্দিন আহমদ শহীদ জিয়ার আদর্শ বাদ দিয়ে তার আদর্শে বিএনপি গড়ে তোলায় যত সমস্যার সৃষ্টি হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’ তে কোন গনতন্ত্র চর্চায় না থাকায় গত ৩০ডিসেম্বর ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে পৌর বিএনপিকে মাইনাস করে তাঁর মনোনিত মেয়র প্রার্থী ব্যাপক হারে ভরাডুবির মাধ্যমে ৩য় স’ান অধিকার করে। এ নির্বাচনের কয়েকদিন পর পরই উপজেলা বিএনপি’র অফিস গুটিয়ে নিয়ে যান বলে প্রচার লাভ করে। অবশ্য তাঁর সমর্থিত নেতারা বলছেন অন্য কথা- তাদের মতে, বাড়ীর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অফিস ক্লোজ (বন্ধ) করা হয়েছে। বর্তমানে উপজেলা বিএনপি’র কোন অফিস নেই এবং কোন কর্মসূচীও নেই। গত ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা বিএনপি’র কোন কর্মসূচী না থাকায় তৃর্ণমুল বিএনপি‘র অসন্তোষের কথা অনেকে সাপ্তাহিক ফুলখড়ি কে জানিয়েছেন। তারা আরও বলেন পৌর নির্বাচনের ন্যায় তৃণমুল বিএনপি’র মতামত উপেৰা করে অন্য কিছুর বিনিময়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক সিদ্ধান্ত নিলে এর পরিণাম ভয়াবহ হবে। ২৬মার্চ কোন কর্মসূচী কেন ছিল না এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ মাসুদ বলেন, আমি কিছু জানি না।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক এর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান কে মোবাইলে কল দিলে তিনি তা কেটে দিলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৮ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০১৬