| সকাল ১০:৩৯ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিশ্বের শীর্ষ ব্যক্তিদের তালিকায় শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | ২৫ মার্চ ২০১৬, শুক্রবার,

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রতিপত্তিশালী শীর্ষ ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইম গ্রুপের বাণিজ্যবিষয়ক সাময়িকীটি বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে। রাজনীতি, ব্যবসা, সংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত শীর্ষ ৫০ জনের নাম উঠে এসেছে এ তালিকায়। এতে দশম স্থানে রয়েছে শেখ হাসিনার নাম। মিয়ানমারের নেত্রী অং সান সু চির অবস্থান তৃতীয়। নারীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। শীর্ষ স্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের পরই রয়েছেন তিনি। এছাড়া নবম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নারী বিচারপতি রুথ ব্যাডার গিনসবার্গ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৫ অপরাহ্ণ | মার্চ ২৫, ২০১৬