| সন্ধ্যা ৭:৪২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় ৬ মাস পর কবর থেকে কঙ্কাল উত্তোলন

 

ফুলবাড়িয়া ব্যুরো :২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,

বিজ্ঞ আদালতের নির্দেশে দাফনের ৬মাস পর ম্যাজিস্ট্রেট আফরোজা আখতারের উপসি’তিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কবর থেকে সেলিম মিয়া (২৩) এর কঙ্কাল উত্তোলন করা হয়েছে।
জানা যায়, গত ২৩/০৯/২০১৬ খ্রি. উপজেলার নাওগাও ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের রফিজ উদ্দিনের কলেজ পড়ুয়া ছাত্র সেলিম মিয়া স’ানীয় ক্লাব নির্মাণের নিমিত্তে বন্ধুরা মিলে বাগানে গাছ কর্তনের জন্য গেলে সেই গাছ পড়ে মারাত্নক আহত হলে হাসপাতালে নেয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে স্থানীয়ভাবে আলোচনা সাপেৰে দাফন সম্পন্ন হলেও নিহতের পিতা ছেলে হত্যার বিচার চেয়ে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবরে মামলা করে। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত কর্মকর্তা এস আই আবুল খায়ের একজন ম্যাজিস্ট্রেটের উপসি’তিতে কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬