| সন্ধ্যা ৭:১৮ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
“ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস’্য অধিদপ্তর, স্বাস’্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং সহযোগী সংস’া ব্র্যাক ও নাটাব এর আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ২৪মার্চ বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হলো বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটি পালন উপলৰ্যে একটি র‌্যালী হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ শেষে পূনরায় হাসপাতাল চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে হাসপাতাল চত্তরে স্বাস’্য ও পরিবার পরিকল্পনা ডাঃ সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যক্ষ্মার উপর গুর্বত্বার্বপ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আর.এম.ও ডাাঃ এ.এস.এম মফিদুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাঃ লুৎফর রহমান, টি.এল.সি.এ আসাদুজ্জামান নূর, র‌্যাসডো’র উপজেলা ব্যবস’াপক নেপাল বাবু, হেলথ্‌ ইন্সপেক্টর ছামিদুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর আঃ মুন্নাফ, ব্র্যাক পি.ও মোছাঃ ফাতেমা বেগম প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬