শ্রীবরদীর সোমেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন

শ্রীবরদী প্রতিনিধি;২৩ মার্চ ২০১৬, বুধবার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান-বর্তী বালীজুরী এলাকার সোমেশ্বরী নদী থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করছে স’ানীয় বালু দস্যু গোলাপ বাহিনী। জানা যায়, সরকারী ভাবে বালিজুরীর সোমেশ্বরী নদীতে বালু মহল না থাকলেও সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নদীতে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে বালিজরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বালু দস্যু গোলাপ বাহিনীর প্রধান গোলাপ মিয়া। স’ানীয় এলাকাবাসীরা জানায় দিনের পর দিন সোমেশ্বরী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। স’ানীয় ইউনিয়ন ভূমি অফিসের রহস্য জনক নিরাপত্তার কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। বালিজুরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর হক বলেন, সরকারী অনুমতি ছাড়াই গোলাপ নদী থেকে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনকারী গোলাপ বলেন ভায়াডাঙ্গা ভূমি অফিসের নায়েবের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে তিনি বালু উত্তোলন করেন। এ প্রসঙ্গে রাণীশিমূল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিকুর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন আজকেই বালু উত্তোলনের খবর শুনেছি। খবর পেয়েই নদীতে বালু তুলতে নিষেধ করেছি। এরপর যদি বালু তুলেন তাহলে আইনগত ব্যবস’া নেওয়া হবে।