শ্রীবরদীর মানসিক ভারসাম্যহীন মজিবুরের ৪ মাসেও সন্ধান মেলেনি

শ্রীবরদী প্রতিনিধি;২৩ মার্চ ২০১৬, বুধবার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের কর্ণঝোড়া পাঁচ মেঘাদল গ্রামের মৃত আজিজুল হকের পুত্র মানসিক ভারসাম্যহীন মজিবুর রহমান (৪০) কে গত সাড়ে চার মাস যাবৎ খুঁজে পাচ্ছে না তার পরিবার। এদিকে মজিবুর রহমান দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকায় তার হত দরিদ্র পরিবারটি দ্রারিদ্রতার কষাঘাতে চরমভাবে মানবেতর জীবনযাপন করছে। জানা যায়, মোজাদ্দেদীয়া পীরের অনুসারী মানসিক ভারসাম্যহীন মজিবুর গত সাড়ে চার মাস আগে কাউকে না বলে বাড়ী থেকে চলে যায়। তার দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে। গায়ের রং কালো উচ্চতা লম্বা ৫ ফুট ২ ইঞ্চি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মজিবুরের পুত্র আসাদুল্লাহর ০১৮৭৯৮৮৩০৮৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
ছবিতে ঃ মানসিক ভারসাম্যহীন মজিবুর রহমান।