ফুলবাড়িয়ায় দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

ফুলবাড়িয়া ব্যুরো : ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,
মঙ্গলবার সকাল ৭টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইচাইল মিনার বাজার গ্রাম এলাকায় মাটির দেয়াল ধসে ৫ম শ্রেণীর ছাত্র আ. রহিম (১২) নিহত হয়েছে। এ সময় গুর্বতর আহত হয়েছেন তার জেঠা বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন (আর্মি)। নিহত আ. রহিম মফিজ উদ্দিন খান এর পুত্র।
স’ানীয় গিয়াস উদ্দিন জানান, মাটির ঘরের পার্শ্বে শাহাবুদ্দিন আর্মি আরেকটি বিল্ডিং নির্মাণ করার কাজ প্রায় শেষ পর্যায়। সেই বিল্ডিং ঘরের ফ্লোর ভরাটের জন্য মাটির দেয়ালের ঘোরা খুড়তে গেলে দেয়াল ধসে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস’লে ভাতিজার মৃত্যু হয় গুরতর আহত মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন (আর্মি) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।