| সকাল ১১:২৫ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে আটককৃত ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ

শ্রীবরদী প্রতিনিধিঃ   নকল কীটনাশক ভিরতাকো বাজারজাতকালে দুই প্রতারককে আটক করলেও প্রকৃত ঘটনা আঁড়াল করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের আঁধারে এক প্রতারককে ছেড়ে দিয়েছে শ্রীবরদী থানা পুলিশ।

জানা যায়, গত শনিবার দুপুরে শ্রীবরদী থানার এস.আই আনোয়ার হোসেন-২ উপজেলার ভেলুয়া বাজার এলাকায় ফরিদ মিয়ার কীটনাশকের দোকান থেকে ১৭ প্যাকেট নকল ভিরতাকো কীটনাশকসহ দুই প্রতারক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার জানকিপুর গ্রামের মফিজল হকের ছেলে মনির (২৫) ও একই উপজেলার আলিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মমিন (২৬)। বিকেলে আটকের পর হঠাৎ করে রাতের আঁধারে এক প্রতারককে রহস্যজনক কারনে ছেড়ে দেওয়ায় স্থানীয় সচেতন মহলের কাছে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আটকের পরই সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের শ্রীবরদী বাজারে স্থানীয় পরিবেশক এস.এম আকাশ লিখন বাদী হয়ে ২ প্রতারকের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করে। রাতে আটক মনিরের স্বজনদের সাথে সমঝোতার মাধ্যমে এস.আই আনোয়ার মনিরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে এবং  আজ রোববার দুপুরে শ্রীবরদী থানা পুলিশ প্রতারক চক্রের সদস্য মনিরকে বাদ দিয়ে মমিনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে।

মামলার বাদী এস.এম আকাশ লিখন বলেন পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করলেও আমাদের না জানিয়ে রাতে ১ জনকে ছেড়ে দিয়েছে। এ প্রসঙ্গে শ্রীবরদী থানার এস.আই আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কে অপরাধী আর কে অপরাধী নয় তা আমার জানার বিষয় নয়। থানার তদন্ত ওসির নির্দেশে আটক মনিরকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপরদিকে শ্রীবরদী থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ প্রতারক মনিরকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন ছেলেটি নিরীহ। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:০৩ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬