| দুপুর ১২:২৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর, আহত-৩

বাজিতপুর সংবাদদাতাঃ-  কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১০ নং গাজিরচর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ জুয়েল মিয়ার নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে চেয়ারম্যান প্রার্থীর ৩ সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন মোঃ রনি মিয়া (২৪) কাইয়ুম মিয়া (৪০) ও বাদ্শা মিয়া (৪৫)।

এই ঘটনাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আনন্দ বাজার সংলগ্ন নির্বাচনী অফিসে। এলাকাবাসী ও আওয়ামীলীগ সমর্থক দের মধ্যে মনিরুজ্জামন, কনু মিয়া, হাবিবুর রহমান বাচ্চু মিয়া সহ কয়েকজন সমর্থক গতকাল রবিবার দুপুরে জানান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার সমর্থকরা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুয়েল মিয়ার নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ করেন। এই অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী দাবিদার আতিকুল হক বাবুল আজ রবিবার দুপুরে বলেন, তার কোন সমর্থক রা আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করেনি। তার উপর প্রতিপক্ষের লোকজন তার সমর্থন নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে উল্লেখ করেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী জুয়েল মিয়া অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের চেয়াম্যান প্রার্থী আতিকুল হক বাবুলের সমর্থকরা তার নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে তিনি দাবি করেন। এই ব্যাপারে আজ রবিবার সকালে গাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত ৪৫-৫০ জনের নামে বাজিতপুর থানায় ১টি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৩ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬