| সকাল ৮:৫১ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গৌরীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীর জরিমানা

গৌরীপুর প্রতিনিধিঃ   আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকসহ ৯ প্রার্থীকে ৭৫ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রামমাণ আদালত। শনিবার বিভিন্ন এলাকায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. রাশেদা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্রার্থীদের এ অর্থদন্ড প্রদান করেন।
নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে শনিবার মাওহা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) নূর মোহাম্মদ কালনের সমর্থক রুকন মিয়াকে ১০ হাজার টাকা, চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) রমিজ উদ্দিন স্বপনের সমর্থক আবুল কাশেমকে ১০ হাজার টাকা, সহনাটি ইউনিয়নে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুজ্জামান জামালের সমর্থক কামরুল ইসলাম ১০ হাজার টাকা, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) আব্দুল হাই সমর্থক মুখলেছ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাওহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রউফ মিয়াকে ১০ হাজার, একই ওয়ার্ডের সাদেক মিয়াকে ১০ হাজার, হাবিবুর রহমানকে ১০ হাজার, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রার্থী মতিউর রহমানকে ৫ হাজার, ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সেলিমকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও গত ৪দিনে আরো ৫ জনকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মর্জিনা আক্তার বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের দায়ে প্রার্থীদের অর্থদন্ড  প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১:২২ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬