| বিকাল ৩:২৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মনোনয়নের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন

আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া :  আসন্ন ইউপি নির্বাচনে ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ থেকে নৌকার কান্ডারী হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক কে মনোনয়নের দাবীতে মানব বন্ধন করেছে উপজেলার বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধারা।
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে উপজেলা পরিষদের সামনে আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২পর্যন্ত ঘন্টা ব্যাপী মানব বন্ধন কমৃসূচী পালন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহেল কাফি, মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক এটি এম মহসীন শামীম।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬