| দুপুর ১:২৮ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফুটবল খেলা নিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক দুই ঘন্টা অবরোধ

 

মুক্তাগাছা প্রতিনিধি,  ১৯ মার্চ ২০১৬, শনিবার,
ফুটবল খেলা নিয়ে টিম ম্যানেজারকে মারধরের প্রতিবাদে ময়মনসিংহ-টাঙ্গালইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার সন্ধ্যা সোয়া ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহের সদর উপজেলার মনতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের।
মুক্তাগাছা উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ কামাল স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। গতকাল শনিবার ছিল সেমিফাইনাল খেলা। এতে অংশ নেয় মুক্তাগাছা উপজেলার মনতলা একাদশ ও ময়মনসিংহ সদর গনেশ্যামপুর ক্রীড়া সংঘ। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে দুই পক্ষের মাঝে গোল করা নিয়ে ঝগড়া হয়। এ সময় হাতাহাতির ঘটনা সময় মনতলা একাদশের টিম ম্যানেজার মারধরের শিকার হন। এ ঘটনার জের ধরে মনতলা একাদশের সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে ও আগন জ্বালিয়ে স’ানীয় মনতলা ব্রীজের ওপর ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। মুক্তাগাছা থানা পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা দীর্ঘ পনে এক ঘন্টা পর সড়ক অবরোধ তোলে নেয়।

সর্বশেষ আপডেটঃ ৯:২৪ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৬