| সকাল ৮:০৯ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আজ থেকে শুরু হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬

ফাহিম মোঃ শাকিল:   আজ ১৮ মার্চ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬।

এই টুর্নামেন্টটে ময়মনসিংহের বিভাগীয় জেলাগুলো সহ কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল অংশগ্রহণ করবে। অর্থাৎ  টুর্নামেন্টটিতে ব্রহ্মপুত্র ও যমুনা  এ দুইটি গ্রুপে মোট ০৬ টি জেলা যথাক্রমে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর অংশগ্রহন করবে। টুর্নামেন্টটি উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী আলহাজ¦ অধ্যক্ষ মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি ১লা এপ্রিল ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ময়মনসিংহ জেলা দল বনাম কিশোরগঞ্জ জেলা দল।
এর আগে গত ১৬ মার্চ বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে টুর্নামেন্ট এর প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় টুর্নামেন্টকে সফল করার জন্য জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সকলের সহযোগিতা কামনা করেন।
দীর্ঘদিন পর একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জেনে ফুটবল প্রেমিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | মার্চ ১৮, ২০১৬