| দুপুর ১২:০৫ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গৌরীপুরে নৌকা-ধানের শীষ সমর্থকদের মাঝে সংঘর্ষ উপজেলা চেয়ারম্যানসহ অর্ধশতাধিক লোকের বিরুদ্ধে মামলা

 

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, গৌরীপুর (ময়মনসিংহ) ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার, 
ময়মনসিংহের গৌরীপুরে নৌকা ও ধানের শীষ সমর্থিত দু’প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরণ ও তার ছোট ভাই মইলাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং বিএনপি সমর্থিত (ধানের শীষ) চেয়ারম্যান প্রার্থীসহ বিএনপির অর্ধশতাধিক লোকের বিরুদ্ধে দ্র্বত বিচার পৃথক দুইটি মামলা হয়েছে। সোমবার রাতে মামলা দুইটি রজ্জু করা হয়। মামলা দুইটির বাদী হলেন আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) প্রার্থী সুশান্ত কুমার রায়ের সমর্থক মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে মোঃ বিল্লাল হোসেন মামলা নং-০৮(৪৭) এবং চল্লিশা কাউরাট গ্রামের মৃত আব্দুল এর ছেলে মীর হোসেন মামলা নং-০৯(৪৮)।
জানা গেছে, গত রোববার রাতে উপজেলা ১ নং মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পৰের ১০জন আহত হন। আহতরা হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মুন্নাফ (৬৫), ছাত্রলীগ-যুবলীগ কর্মী আব্দুস সোবহান (১৮), সেলিম মিয়া (৩৮), মানিক মিয়া (২৬), রাজিব (১৮), ডোমন (২৬), আব্দুল আউয়াল (২৫), আসাদ উলৱাাহ (৩০) ও ছাত্রদলের কর্মী মেহেদী হাসান আসলামকে কুপিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ কর্মীরা। তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা রোববার রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মামলা দুইটির বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। উলেৱখ্য যে, ওই দিন সন্ধ্যায় গোবিন্দপুর বাজারে দু’প্রার্থীর কর্মী সমর্থকরা পৃথক মিছিল বের করেন। এসময় আওয়ামী লীগ প্রার্থীর মিছিলের পিছনে থাকা এক যুবককে বিএনপির কর্মীরা লাঞ্চিত করেন। এঘটনায় দু’পৰের মাঝে সংঘর্ষ বাধেঁ। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। গৌরীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আকাতার মোর্শেদ জানান, পরিসি’তি এখন নিয়ন্ত্রনে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০১৬