| সন্ধ্যা ৬:২৪ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গতকাল আনন্দমোহনে শুরু হলো তিনদিন ব্যাপী সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসব

গোলাম রাসেল,আনন্দ মোহন কলেজ থেকেঃ  গতকাল আনন্দমোহনে শুরু হলো তিনদিন ব্যাপী সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসব

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি ময়মনসিংহ-নেত্রকোনা ইউনিট সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসবের আয়োজন করেছে।

রবিবার সকালে কলেজ কেন্দ্রীয় গ্রন্থাগার সামনে এ উৎসবের উদ্বোধন করেন আনন্দমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন।এ সময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড.গাজী হাসান কামাল,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান এবং বিএনসিসি ও রোভাড স্কাউট কলেজ ইউনিটের বিটিএফও এনামুল হক তালুকদার।

আনন্দমোহন কলেজ শিক্ষার্থীদের মাঝে কবিতা,অনুগল্প, ছড়া, কার্টুন, অঙ্কন, চিঠি, ডায়রি, আল্পনা, নকশা, একক দেয়ালিকা, ফটোগ্রাফি এবং সৃজনশীল ভাবনা বিভাগে রাষ্ট্র, সমাজ, বিজ্ঞান,কৃষি, শিক্ষা, প্রযুক্তি, ক্যাম্পাস,পৃথিবী, মাটি,জলবায়ু, কিংবা মানুষকে ঘিরে যেকোনো ধরনের ইতিবাচক ভাবনা শিক্ষার্থীদের লিখে ও এঁকে প্রকাশ করার সৃজনশীলতার চর্চা,প্রতিভা বিকশিত করার লক্ষ্যে রবিবার থেকে তিনদিনব্যাপী সৃজনশীল শিল্প-সাহিত্য উৎসব শুরু হয়েছে। ও প্রদর্শনীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিজের রচিত শিল্প ও সাহিত্য কর্ম স্থান পেয়েছে। এই উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত।

সর্বশেষ আপডেটঃ ১০:৫৫ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০১৬