| রাত ২:২৪ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বারহাট্টায় আইপিএম কৃষক মাঠ স্কুলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৬, রবিবার,

নেত্রকোণার বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামে স’াপিত আইপিএম কৃষক মাঠ স্কুলের উদ্যোগে রবি ২০১৫-২০১৬ মৌসুমে বেগুন ফসলের উপর গত ০৮ মার্চ, ২০১৫ খ্রিঃ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ‘আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার উপ পরিচালক কৃষিবিদ বিলাস চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহজাহান সিরাজ এবং কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহকারী তথ্য অফিসার (অ.দা) কাজী গোলাম মাহবুব। প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপ পরিচালক মহোদয় স্বল্প দশাল গ্রামের কৃষকদের আইপিএম পদ্ধতি গ্রহণ করে কৃষি কার্যক্রমে আগ্রহ দেখে সন’ষ্টি প্রকাশ করে বলেন, এখন আধুনিক যুগ, আধুুনিক কলাকৌশলকে রপ্ত করে ক্রমহ্রাসমান আবাদী জমি থেকে সর্বোচ্চ ফলন নিশ্চিত করে এবং তা বিষমুক্ত নিরাপদ খাবার হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মুখে দিতে না পারলে তারা ধীরে ধীরে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য। এতে আমরাই দায়ী থাকব। তাই আমাদেরকে বিষমুক্ত ফসল আবাদে প্রয়োজনীয় সকল পদৰেপ গ্রহণ করতে হবে। উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, আইপিএম পদ্ধতির মাধ্যমে ফসল উৎপাদন করলে শুধু ফল-ফসল বিষমুক্ত থাকে তা-ই নয়, পরিবেশ, জলাশয়ের পানি, উপকারী পোকা-মাকড়, পাখি এসবই রৰা পায়, যা আমাদের ও সকল প্রকার প্রাণীর জন্য নিরাপদ। কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার কাজী গোলাম মাহবুব তার বক্তব্যে ক্লাব কর্তৃক আয়োজিত আইপিএম মাঠ দিবস ও প্রদর্শিত স্টলের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি কৃষি তথ্য সার্ভিসের সেবাসমূহ উপসি’ত কৃষকদের মাঝে তুলে ধরে বলেন, কৃষি উৎপাদনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রদত্ব সেবাসমূহ যেমন কৃষি কল সেন্টার, বিটিভি’তে নিয়মিত প্রচারিত ‘মাটি ও মানুষ’, ‘বাংলার কৃষি’, ইন্টারনেটে দপ্তরের ওয়েবসাইট ব্রাউজ করার মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য-প্রযুক্তি গ্রহণ করে তা দৈনন্দিন কৃষি কাজে ব্যবহার করে সর্বোচ্চ ফসল উৎপাদনে অবদান রাখার জন্য পরামর্শ দেন। স্বল্প দশাল আইপিএম কৃষক মাঠ স্কুলের সভাপতি জনাব মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রঞ্জিত কুমার সরকার, সভাপতি, ডিপেৱামা কৃষিবিদ ইনস্টিটিউট, বারহাট্টা শাখা; এফ এফ সঞ্জয় পন্ডিত এবং আদর্শ কৃষক মো. কাচু মিয়া।
এর আগে অনুষ্ঠান প্রাঙ্গণে ক্লাব কর্তৃপৰ কর্তৃক বেগুন ফসলকে রোগ-পোকা মাকড় থেকে কীটনাশক ছাড়া আইপিএম পদ্ধতিতে রৰার জন্য যাবতীয় কৌশলের উপর আয়োজিত এক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। উলেৱখ্য, উক্ত আইপিএম মাঠ স্কুলের সদস্যদের জন্য ১৪ দিবস ব্যাপি এক প্রশিৰণের সমাপনী অনুষ্টান উপলৰে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ১০:০২ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬