| রাত ১:৫৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস কে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

ফুলবাড়ীয়া ব্যুরো : ১৩ মার্চ ২০১৬, রবিবার,

আজ রবিবার ফুলবাড়ীয়া অফিসার্স ক্লাবের উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। অপরদিকে উপজেলা কৃষি অফিসার আহসাহনুল বাসার ও ফুলবাড়ীয়া থানার ওসি তদন্তকে বিদায়ী সংবর্ধনা এবং সদ্য যোগদানকারী অফিসারদের বরণ করে নেয়া হয়।
অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও বনানী বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা র্বনা, পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আ’লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এডঃ ইমদাদুল হক সেলিম, উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন আক্তার বানু, ফুলবাড়ীয়া থানা ইনর্চাজ রিফাত খান রাজিব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলৱ্লী উন্নয়ন কর্মকর্তা ও ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬