| সকাল ১১:২৩ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৬, রবিবার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শাহজালাল হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহির্বল কবীর ৯জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। ।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সনের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমি সংক্রান- বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজালাল খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানা মামলা করেন। মামলা চলাকালে দুই আসামির মৃত্যু ঘটে। দীর্ঘ শুনানী শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহির্বল কবীর ২৩ জনের মধ্যে আসামি আক্রাম হোসেন (পলাতক), গিয়াসউদ্দিন, এমদাদুল, এরশাদুল, সাইদুল (পলাতক), বাচ্চু মিয়া (পলাতক), ইদ্রিস আলী (পলাতক), জুয়েল (পলাতক) ও হেলাল উদ্দিনের (পলাতক) বির্বদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপরোক্ত সাজার আদেশ দেন। অন্যদের বির্বদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে খালাস দেন। রায় ঘোষনার সময় আসামি গিয়াস উদ্দিন, এমদাদুল হক ও এরশাদুল হক আদালতে উপসি’ত ছিলেন। তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬