| সকাল ৯:০২ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ বিভাগের রেঞ্জ -ডিআইজির ভবন অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে

অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০১৬, শনিবার,

দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের পুলিশের রেঞ্জ-ডিআইজি ভবন অত্যাধুনিক ও মনোরমভাবে সাজানো হয়েছে।  এরই মধ্যে বিভাগীয় কমিশনারের সাইন বোর্ডের সাথে টানানো হয়েছে ময়মনসিংহ রেঞ্জ- ডিআইজি সাইন বোর্ড।  চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতি শ্রীঘ্রই রেঞ্জ- ডিআইজি হিসেবে যোগদান করবেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন।

এ দিকে শহরের মহিলা টিচার্স ট্রেনিং কলেজের বিপরীত দিকে জেলা পরিষদ ভবনে পুলিশের ডিআইজি ও মনমনসিংহ বিভাগীয় কমিশনারের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে।কমিশনার দ্বিতীয় তলায় ও ডিআইজি বসবেন নীচ’তলায়।

ময়মনসিংহ বিভাগের প্রথম রেঞ্জ- ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

সরকার গত বছরের ২৮ ডিসেম্বর পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ময়মনসিংহ বিভাগের
প্রথম রেঞ্জ ডিআইজি হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার ময়মনসিংহ বিভাগীয়  অফিসে জন্য ব্রহ্মপুত্র নদের চর এলাকায় কয়েকটি  জায়গা পরিদর্শন করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৬ অপরাহ্ণ | মার্চ ১২, ২০১৬