| সকাল ১০:২৬ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে খোলা বাজারে(ও.এম.এস) চাল বিক্রি’র উদ্বোধন

 

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ১১ মার্চ ২০১৬, শুক্রবার,
১১মার্চ শুক্রবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাদ্য অধিদপ্তরের পরিচালিত খোলা বাজারে(ও.এম.এস) চাল বিক্রির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। ঝিনাইগাতী উপজেলা সদরে এবছর ৫ ব্যক্তিকে ও.এম.এস ডিলার নিয়োগ করা হয়। ডিলারগণ হচ্ছেন, উপজেলার ব্রিজপাড়ে জয়নাল আবেদীন, শিমুলতলীতে রাকিবুল ইসলাম রোকন, আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে আবুল কালাম, ঝিনাইগাতীর আমতলীতে ছমির আলী মলিৱক ও থানা রোডে আঃ রহিম। শনিবার ব্যতিত সপ্তাহের বাকী দিনগুলোতে মাথা পিচু সর্বোচ্চ ৫কেজি চাউল প্রতি কেজি ১৫টাকা দরে নির্ধারিত ডিলারগণের কাছ থেকে উক্ত চাল কিনতে পারবে। উদ্বোধনের সময় স্ব-স্ব কেন্দ্রের তদারকি কর্মকর্তাগণ, ফুড ইন্সপেক্টর খলিলুর রহমান ও এ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর জহির্বল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ইউএনও সেলিম রেজা ও.এম.এস ডিলারগণকে সরকারের দেওয়া নির্ধারিত নিয়মের মধ্যে থেকে এ চাল বিক্রির নির্দেশ প্রদান করেন এবং নিয়মের ব্যতিক্রম ঘটলে অভিযুক্ত ডিলারের বির্বদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহরেনও ঘোষনা দেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | মার্চ ১১, ২০১৬