| বিকাল ৩:১৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশাল নজরুল কলেজে দুঃসাহসিক চুরি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,| ৯ মার্চ ২০১৬, বুধবার
ময়মনসিংহের ত্রিশালে বাসষ্ট্যান্ড মোড়ে অবসি’ত নজরুল কলেজের জানালার গ্রীল ভেঙ্গে নগদ অর্থ ল্যাপটপসহ কাগজ পত্র চুরি হয়েছে।  জানাযায়, গত শনিবার রাতে কলেজের পিছনের দিকের জানালার গ্রীল কেটে অফিস র্বম থেকে প্রায় নগদ দুই লক্ষ টাকা, একটি ল্যাপটপ চুরি করেছে দুবৃত্তরা। এ ব্যাপারে কলেজের অধ্যৰ মজিবুর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।  কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, পরীক্ষা ও কলেজের যথারীতি কাজ শেষ করে চলে যাবার পর রাতে অফিস কৰের আলমীরাতে থাকা নগদ অর্থ সহ মালামাল নিয়ে যায়। সেদিন শনিবার থাকায় টাকা ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০১৬