| সকাল ৯:৪১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ার কান্দানিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার মাল পুড়ে ছাই

ফুলবাড়ীয়া ব্যুরোঃ  আজ রবিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজার সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ত্রিশাল, ভালুকা ও ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় ৪ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কান্দানিয়া গ্রামের আলহাজ্ব আঃ হালিমের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাতঘটে এতে ৮টি হাফবিল্ডিং ঘর পূড়ে ছাই হয়ে যায়। ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম নুর্বল ইসলাম জানান, নগদ অর্থ, স্বর্ণালংকার, ফ্রিজ, ল্যাপটপ, টিভি ও আসবাব পত্রসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫১ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬