| রাত ৯:৩৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মোহনগঞ্জে হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন

নেত্রকোনা প্রতিনিধি:  জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শনিবার সন্ধ্যায় রেলওয়ে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী মাশুক মিয়া(২২) পালিয়ে গেছে। সে মোহনগঞ্জের টেঙ্গাপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে।
জানা গেছে,  আন্তনগর হাওর এক্সপ্রেসে করে নেত্রকোনা যাবার জন্য জনৈক বাহার উদ্দেন তার স্ত্রীকে নিয়ে শনিবার সকালে  জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে যান। এ সময় পকেটমার তার সব টাকা নিয়ে যায়। টিকেট করতে গিয়ে তিনি বিষয়টি টের পান। স্টেশনে থাকা জিআরপি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মাশুক মিয়াকে বিকেলে আটক করে। জিআরপি পুলিশের কাছে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে মাশুক মিয়া। সন্ধ্যায় পুলিশ এলাকাবাসী নিয়ে আলোচনায় বসে টাকা উদ্ধারের জন্য। এক পর্যায়ে মাশুক মিয়া হ্যান্ডকাপসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
রেলওয়ে পুলিশের এএসআই জিয়াউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া মাশুক মিয়াকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬