| রাত ১১:৩৮ - রবিবার - ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে লিভার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ   আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ এর উদ্যোগে লিভার বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভারত ও আমেরিকার ০৫ জন বিশ্ব বরেণ্য লিভার বিশেষজ্ঞ যোগদান করেন। পাশাপাশি সারা দেশ থেকে প্রায় ৫ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সারাদিনব্যাপী এই সম্মেলনে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা লিভার রোগ চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশে লিভার চিকিৎসায় উন্নয়নকল্পে করণীয়গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সেক্রেটারী জেনারেল ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) বক্তব্য রাখেন। সংস্থার সভাপতি অধ্যাপক সেলিমুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাঃ এম এ আজিজ। তিনি বলেন, শেখ হাসিনার সরকার আসলেই দেশে স্বাস্থ্যসেবায় উন্নয়নের ছোঁয়া লাগে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে গেছে। তিনি লিভার রোগের চিকিৎসা ও গবেষণার প্রসারে এসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করেন এবং এদেশে লিভার রোগে আক্রান্ত প্রায় কোটি মানুষের চিকিৎসায় সরকারী মেডিকেল কলেজগুলোতে লিভার বিশেষজ্ঞের আরো নতুন পদ সৃষ্টিরও আশ্বাস দেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শংকর নারায়ণ দাস, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ নাসির উদ্দিন, মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ এএফএম রফিকুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং  মেডিকেল এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মতিউর রহমান ভূইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ উত্তম কুমার বড়ূয়া প্রমুখ।

ছবিঃ রেড মিল্লাত

সর্বশেষ আপডেটঃ ১০:৫৩ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬