| সকাল ৯:১১ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খাদ্য ঘাটতি মোকাবেলায় ও শস্যের উৎপাদনে কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কাজ করতে হবে-ময়মনসিংহে সেমিনারে-কৃষিবিদ হামিদুর রহমান

শাহ আলম উজ্জ্বল, ৪ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহে ফসলের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ‘ফ্লোরা’র ব্যবহার শীর্ষক দিনব্যাপী এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহে অবসি’ত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মিলনায়তনে শুক্রবার এসিআই আয়োজিত দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস’াপন করেন ভারতীয় বহুজাতিক কোম্পানি দেবি ক্রপসায়েন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার ড. এস লগনাথান।  আলোচনায় অংশগ্রহন করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইং’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চৈতন্য কুমার দাস, এসিআই’র ব্র্যাণ্ড ম্যানেজার কৃষিবিদ আনোয়ারুল হক, ময়মনসিংহের রিজিওনাল সিনিয়র ম্যানেজার কৃষিবিদ খোরশেদুল আলম কাজল ও শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ আহসান উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান খাদ্য ঘাটতি মোকাবেলায় ও যুগোপযুগি শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদেরকে আন-রিক ভাবে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।  সেমিনারে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের চার জেলার উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষকসহ এসিআইয়ের মাঠ পর্যায়ের প্রতিনিধিরা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪০ অপরাহ্ণ | মার্চ ০৪, ২০১৬