| রাত ৮:১০ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

 

শেরপুর প্রতিনিধি: ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, 
শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. বিলৱাল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুর্বয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। গত ২ ফেব্র্বয়ারী বুধবার রাতে শেরপুর-শ্রীবরদী সড়কের কুর্বয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স’ানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে কৃষক বিলৱাল হোসেন কুর্বয়া বাজারে কেনাকাটা করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী বেপরোয়াগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে (বিলৱাল) পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং অটোরিকশাটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস’লেই মারা যান। সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস’লে এসে তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস. আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ চালকসহ অটোরিকশাটি আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০১৬