এটিএম কার্ডসহ ২টি ট্যাংঙ্ক উদ্ধার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
ডাচ বাংলা ব্যাংকের ১টি এটিএম কার্ডসহ ২টি ট্যাংঙ্ক বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উদ্ধার করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ।
জানা যায়, উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী গ্রামের মামুনের পুকুরে ট্যাংঙ্ক ২টি ভাসতে দেখে স’ানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ট্যাংঙ্ক ২টি জব্দ করে থানায় নিয়ে এসে তা থেকে ডাচ বাংলা ব্যাংকের ১টি এটিএম কার্ড উদ্ধার করে। কার্ড নং- ০১২০৭৮৯২৪১২। গাজীপুরের ব্যাংক ডাকাতির ট্যাংঙ্ক কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।