মুক্তাগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
মুক্তাগাছার তারাটিতেরিপাড়া গ্রামের এরাজতলা এলাকা থেকে বৃহস্পতিবার থানা পুলিশ গাছে ঝুলন্ত অবস’া থেকে এক অজ্ঞাত ব্যাক্তি(৪০) এর লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সকালে ঐ এলাকার জমশেদ আলীর পানের বরজের পাশে একটি ঝিগা গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস’ায় এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের গায়ের রং শ্যামলা, পরনে লুঙ্গি, গায়ে ফুলহাতা জামা ও মাটিতে স্যান্ডেল পড়ে ছিল। পুলিশের ধারণা দূরের কোথাও থেকে এসে ঐ ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মো: ফজলুল করিম জানান এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করা যায় নি।