| সকাল ১০:০১ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পূর্বধলায় ছাত্রলীগ নেতার ওপর হামলা ৬ দিনেও কেউ গ্রেফতার হয়নি

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২ মার্চ ২০১৬, বুধবার, 

জেলার পূর্বধলার জারিয়ায় আটপাড়া উপজেলা ছাত্রলীগ নেতাদের ওপর হামলা মামলার আসামীরা বুধবার পর্যন্ত ৬দিনেও গ্রেফতার হয়নি। হামলাকারীরা পেট্রোল বোমা হামলা সহ একাধিক মামলার আসামী।
জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাট ব্যবসায়ী সোলায়মান ব্যবসার সুবাধে সিলেটের আজমিরীগঞ্জের কাট ব্যবসায়ী জেলার আটপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জিয়াউল হক মামুনের আত্মীয় উজ্জল মিয়ার কাছ থেকে প্রায় আড়াই বছর আগে ৯০হাজার টাকা আনেন। ওই টাকা ফেরত চাইলে সোলায়মান দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করেন। গত ২৬ ফেব্রুয়ারী জিয়াউল হক মামুন কয়েকজনকে নিয়ে সোলায়মানের সাথে কথা বলে টাকা আনার জন্য জারিয়ায় যান। টাকা চাইতে গেলে সোলায়মান ক্ষিপ্ত হন। এক পর্যায়ে স’ানীয় কয়েক যুবককে ডেকে আনেন। যুবকরা ছাত্রলীগ নেতাদের ওপর হামলা চালায়। স’ানীয় লোকজন তাদের রক্ষা করে। এ ব্যাপারে জিয়াউল হক মামুন ওই দিনই সোলায়মান সহ ১৭জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন। মামলা করার ৬দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৩ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬