| রাত ৯:৩৫ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আনছারী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম বাবুল : ১ মার্চ ২০১৬, মঙ্গলবার,
কিশোরগঞ্জের তাড়াইলে আনছারী প্রি-ক্যাডেট স্কুলের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান আনছু মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তার। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, সহকারী শিৰা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক, সাফায়াত হোসেন মহাজন, অধ্যক্ষ আবদুল হেকিম অলি, ইউপি সদস্য লুৎফর রহমান, মো.মনিরুজ্জামান রবিন, ডা. আজিজুল শেখ, শহিদুল ইসলাম শহিদ, মো. আতিকুর রহমান, ডা. মোতাহার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ধারাবিবরণী ও কার্যক্রম ঘোষণা করেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬