| দুপুর ১২:৩৪ - সোমবার - ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

ইন্টার্নি ডাক্তারকে লাঞ্ছিতকারীদের গ্রেফতারের দাবীতে মমেকহা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ইন্টার্নি ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্নি ডাক্তাররা।
মঙ্গলবার (০১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিতকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
এদিকে কর্মসূচির ঘোষণার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কর্মবিরতির কথা জানিয়ে দিচ্ছেন ইন্টার্ন ডাক্তাররা। এতে বেশ বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।
এর আগে বিকেলে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. মাজহার নামে ইর্ন্টার্নি ডাক্তারকে লাঞ্ছিত করেন এক রোগীর স্বজনরা।
এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ইন্টার্নি ডাক্তাররা। পরে সাড়ে ৫টার দিকে তালা খুলে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্নি ডাক্তাররা।

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬