| বিকাল ৩:০৯ - রবিবার - ১লা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৭শে সফর, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, আটক ১১

নেত্রকোনা প্রতিনিধি:  জেলার কলমাকান্দা থেকে অপহৃত ৬ বছরের শিশু উপজেলার বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র সিহির শাহরিয়ার খান সামিকে গাজীপুর থেকে সোমবার মধ্য রাতে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। এ সময় অপহরনে জড়িত থাকার অভিযেগে আবদুল করিম নামে একজনকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করেছে পুলিশ। করিমের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিধরপুর গ্রামে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, জেলার কলমাকান্দা উপজেলার বটতলী গ্রামের আবু সাইদ খানের ছেলে সামি গত রোববার বাড়ির পার্শ্ববর্তী বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় কলমাকান্দার গাড়ামপুর গ্রামের জালাল উদ্দিন সামিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে আবদুল করিমের বাড়িতে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় অপহরনকারীরা মোবাইলে সামির বাবার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তা না হলে সামিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সামির বাবা আবু সাইদ খান এ ব্যাপারে কলমাকান্দা থানায় জিডি করেন। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন। সোমবার রাত ১২টার দিকে গাজীপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে   শিশু সামিকে উদ্ধার করে। অপহৃত শিশু সামিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। অপহরণকারী জালাল উদ্দিনকে আটক করার চেষ্টা চলছে এবং আটককৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৮ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬