| ভোর ৫:৪৩ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে শিশু নির্যাতনকারী ৩জন গ্রেফতার

শাহ  আলম  উজ্জ্বলঃ     ময়মনসিংহ শহরের পাট গুদাম বাস স্ট্যান্ডে শিশু নির্যাতনের  ঘটনায় পুলিশ  ৩ জনকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ১৭ ফ্রেরুয়ারী বুধবার শহরের পাট গুদাম বাস স্ট্যান্ডে বুধবার এক মহিলার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সাদ্দাম নামের এক শিশুকে বেদম মারপিট করে নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটি কে উদ্ধার করে।

এই ঘটনায় নির্যাতিত শিশু সাদ্দামের মা পারভিন আকতার বাদী হয়ে বৃহস্পতিার রাতে অজ্ঞাত ৪জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায় শিশু সাদ্দাম নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে সদর উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে মাইজ বাড়ির আজিজুল ইসলাম (৩৫), ভাটিকাশরের আব্দুল আজিজ ও জেসিগুহ রোডের রফিকুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করে।

শিশু সাদ্দাম নির্যাতনের অন্যতম ব্যাক্তি শহরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ছফির উদ্দিন ওরফে সরুকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি, তবে পুলিশ বলছে দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০১৬