| সকাল ৮:০৩ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সমবায় সমিতির মাধ্যমে গ্রাম উন্নয়ন সম্ভব

ভ্রাম্যমান প্রতিনিধিঃ  ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে গ্রাম উন্নয়ন সম্ভব। তিনি বলেন, সমবায় সমিতি গঠন করে এলাকায় কৃষি বিল্পবসহ সামাজিক উন্নয়নমূলক কাজ বরা সম্ভব। তিনি সমবায় সমিতির সদস্যদের দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম বুধবার (১৭ ফেবুয়ারী) সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি’র হল রুমে নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ
এর ২৩ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সমবায়ী ও সুধীজনের উদ্দেশ্যে একথা বলেন। নান্দাইল ইউসিসিএলিঃ (বিআরডিবি) এর সভাপতি কৃষিবিদ এ.এইচ.এম. ইয়াহিয়া সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন বিআরডিবি’ সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামূল হক বাবুল , সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন ভ’ইয়া সভাপতির শুভেচ্ছা বক্তব্যে সুমন   ২০১৪-১৫ অর্থ বছরের কার্যবিবরনী পেশ করেন।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালন করেন নান্দাইল বিআরডিবি’র প্রধান পরিদর্শক আব্দুল লতিফ।

সর্বশেষ আপডেটঃ ৭:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০১৬