| সকাল ৭:৪৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিশোরগঞ্জে মাহফুজ আনামের বিরম্নদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার,
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরম্নদ্ধে কিশোরগঞ্জে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. হেলালুজ্জামান হেলাল বাদী হয়ে ১০০ কোটি টাকা মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিশোরগঞ্জের আমল গ্রহণকারী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর অভিযোগে উলেস্নখিত প্রকাশিত সংবাদের কপি আগামী ৯ই মার্চ আদালতে জমা দেয়ার নির্দেশ দেন। বাদীর পক্ষে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এপিপি মো. হুমায়ুন মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মাহফুজ আনাম তার ডেইলী স্টার পত্রিকায় ওয়ান ইলেভেন সরকারের বড় একটি সময় জুড়ে শেখ হাসিনার বিরম্নদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালান। এর ফলশ্রম্নতিতে শেখ হাসিনাকে ১১ মাস কারাবরণ করতে হয়। এছাড়া মাহফুজ আনাম বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার জন্য তার পত্রিকায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে রাষ্ট্রের বিরম্নদ্ধে ষড়যন্ত্র করে আসছেন। দ-বিধির ১২৩(ক), ১২৪(ক)/৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা মামলায় মোট পাঁচজনকে সাড়্গী করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০১৬