| সকাল ৬:০৩ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন স্মারকলিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার,
গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রচারাভিযান কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যনত্ম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী বরাবর সাতদফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়। কর্মসূচীতে ডট বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির পলাশ, দুর্বার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা হায়দার চামেলী, ওয়েপ-এর মিজানুর রহমান রিপন, তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলম, উইডু-এর নির্বাহী পরিচালক লাকী আক্তার, আরডিও-এর নির্বাহী পরিচালক রম্নবিনা আক্তার, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এমএ আকবর খন্দকার প্রমুখ নেতৃত্ব দেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে সরকার ঘোষিত মধ্য আয়ের দেশ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে সাত দফা দাবির আলোকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০১৬