| রাত ৯:৫০ - শনিবার - ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাবা দেখে যেতে পারলেন না – অধ্যক্ষ ডা: শংকর নারায়ন দাস

 

ফুলবাড়ীয়া ব্যুরো :১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার 

ময়মনসিংহ মেডিকেল কলেজের নবাগত অধ্যড়্গ, ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান অধ্যক্ষঅধ্যাপক ডা: শংকর নারায়ন দাস শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপস্নুত হয়ে বলেন, আমার বাবার ইচ্ছে ছিল সবাই তো সাধারণ ডাক্তার হয়- আমি যেন প্রফেসর হই। আজ আমি অধ্যাপক হয়েছি- আমার বাবা তা দেখে যেতে পারলেন না। পলাশীহাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে অধ্যক্ষ ডা: শংকর নারায়ন দাস ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর গত বুধবার (১০ফেব্রম্নয়ারি) সন্ধারপর প্রথম বাল্য স্মৃতি বিজড়িত পলাশীহাটা স্কুল এন্ড কলেজে স’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল আলম তালুকদার, রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ারম্নল ইসলাম মুঞ্জু তালুকদার, এড. ইমদাদুল হক সেলিম, ডা. তোফাজ্জল হোসেন, হারম্নন অর রশিদ, ডা. নুরম্নল ইসলাম, অধ্যড়্গ এ.কে এম শামছুল হক প্রমুখ। তাঁকে ফুল দিয়ে বরণ করেন মোসলেম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এড. ইমদাদুল হক সেলিম। এর আগে বিকেলে প্রথমে ফুলবাড়ীয়াতে পৌঁছে তার গ্রামের বাড়ী নাওগাঁও গিয়ে মায়ের সংগে দেখা করেন এবং পার্শ্ববর্তী বাড়ীর কীর্তনে যোগ দেন। রাতে তিনি ময়মনসিংহে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে আলম এশিয়া পরিবহণ (প্রা:) লি: অফিসে সৌজন্য সাড়্গাতে মিলিত হন। এ সময় পরিচালনা পর্যদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, ইউনিভার্সিটি কুয়ালালামপুর এর প্রফেসর অধ্যাপক ডা. এটি এম ইমদাদুল হক, ফুলবাড়ীয়া বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, আলম এশিয়া পরিবহণ (প্রা:) লি: ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরম্নল ইসলাম খান, ফুলবাড়ীয়া সাংবাদিক সাহিত্যিক কল্যাণ সংস’ার সভাপতি ডা. মো. আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার উপসি’ত ছিলেন। উলেস্নখ্য যে, তাঁর পিতা স্বর্গীয় ডা: অনিল চন্দ্র দাসকে স্‌্বাধীনতা বিরোধীরা ১৯৭৪সালে ১৭নভেম্বর গুলি করে নিমর্মভাবে হত্যা করেছিল।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০১৬