| দুপুর ২:২৪ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে ৩জনের জরিমানাঃ ১জনের সাজা

 

ফুলবাড়ীয়া ব্যুরো : ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

খতিয়ান, খাজনা রশিদসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জাল করার অপরাধে রুবেল (৩০) নামের ১জনকে আটক করে ১মাসের জেল ও ৩ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার। এ সময় দোকান থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সিল জব্দ করা হয়। অপরদিকে বৈশাখী হোটেল ১০হাজার, হোটেল শ্যামা ২হাজার, মায়ের দোয়া হোটেল ১০হাজার সর্বমোট ২২হাজার টাকা জরিমানা করেন এবং ব্যবসায়ী মালিকদের সর্তক করেন।
পরে আদালত উপসি’ত বিভিন্ন দোকান মালিকদের উদ্দেশ্যে বলেন, মোবাইল কোর্টের উদ্দেশ্যে সবাইকে শাস্তি দেয়া নয়, বরং সচেতন করা। শেষ খবর পাওয়া পর্যনত্ম জাল চক্র রম্নবেলকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সচেতন নাগরিকরা মনে করেন এ চক্রের সাথে অনেক দলিল লেখকসহ প্রভাবশালী লোকজন জড়িত থাকতে পারে। দীর্ঘদিন যাবত এ চক্রটি এমন জালিয়াতি কাজ করে আসছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০১৬