| সকাল ৮:৩২ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জনবিচ্ছিন্ন করা যাবে না’

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ বলেছেন, ‘বর্তমান ভোটার বিহীন বাকশালী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে অপপ্রচার চালিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু তাদের এ স্বপ্ন কখনোই সফল হবে না। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মানুষ হত্যা, গুম, নির্যাতনে এখন দিশেহারা। এ অবস্থায় দেশে যে কোন নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলকে সুসংগঠিত করে ঐক্যবব্ধ ভাবে কাজ করতে হবে।’
সোমবার দুপুরে সমিতির কার্যালয়ের সামনে বিএনপি সমর্থিত প্যানেলে আইনজীবী সমিতির নব-নির্বাচিতদের গৌরীপুরবাসীর পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলে।
এ সময় জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী, পুনরায় নির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার আকন্দ, দক্ষিণ জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মিতুল, বিএনপি নেতা মোখলেছুর রহমান খান পাঠান, শামসুদ্দিন আহাম্মদ, রফিকুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট আ: মান্নান, জয়নাল আবেদিন খোকন, জিল্লু মিয়া, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিস, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, যুবদল নেতা আব্দুস সালাম, সাংবাদিক হুমায়ন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমীন, উত্তর জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাজাহান কবির হীরা, বিএনপি নেতা আ: সবুর মিল্টন, জাহাঙ্গীর হোসেন, ছগীর আহাম্মেদ, আবুল কালাম, যুবদল নেতা খাযেরসহ গৌরীপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০১৬