| দুপুর ১:১৩ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তারাকান্দায় প্রচারনা চালিয়ে যাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে,৩১ জানুয়ারি ২০১৬॥    প্রথম বারের মত দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন ঘোষনায় করা নতুন মাত্রা যোগ হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পার্টি সহ নিবন্ধিত দলগুলোর শতাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়নের আশায় উপজেলা জেলা পযার্যের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। দলীয় প্রতীকের মনোনয়ন পাওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড় ঝাঁপ শুরু করেছেন। উপজেলার সর্বত্রই এখন আলোচিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় ও সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীতার কথা জানিয়ে দিয়েছেন এবং নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। ইউনিয়নে বসবাসকারী পুরাতন আত্মীয়তাকে আবার নতুন করে পরিচিত করে তুলেছেন প্রার্থীরা অনেক প্রার্থী দলীয় মনোনয়ন লাভে ব্যার্থ হলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে ২০ কি.মি উত্তরে রাংসা নদীর পাড়ে তারাকান্দা উপজেলার অবস্থান। ৩১০ দশমিক ৭৯ কি.মি আয়তন বিশিষ্ট তারাকান্দা উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে। আর এ ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলার গ্রামাঞ্চলের হাটবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলাপ আলোচনা ও চায়ের আড্ডা। তারাকান্দা উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন-

তারাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ জব্বার (আ’লীগ), মেজবাহ্‌ উল আলম রুবেল চৌধুরী (আ’লী), সুরুজ্জামান সুরুজ (আ’লীগ) ছায়েদুল হক মাষ্টার (আ’লীগ), এডভোকেট হারুনূর রশিদ (আ’লীগ) মজিবুল হক মজি (বিএনপি), তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বিএনপি), এম, এ, মাসুদ তালুকদার (জাপা)।

বানিহালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত আছমত (আ’লীগ), হাসানূল হক মন্ডল (আ’লীগ), শফিকুল ইসলাম শফিক (আ’লীগ) রফিকুল ইসলাম তালুকদার (আ’লীগ) মির্জা মিজানুর রহমান বেগ (বিএনপি) ছায়েদুল ইসলাম মন্ডল (বিএনপি), মুঞ্জুরুল ইসলাম কিরণ (বিএনপি)।

কাকনী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান চানু (আ’লীগ), সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান রিপন (আ’লীগ), আব্দুল খালেক তালুকদার (আ’লীগ), ছায়েদুর রহমান খান বাবু (আ’লীগ), মোঃ আব্দুল বাতেন (আ’লীগ), বর্তমান চেয়ারম্যন আঃ কুদ্দুস সরকার (স্বতন্ত্র), আব্দুল বারেক (বিএনপি), আবু বকর ছিদ্দিক বাক্কার মাষ্টার (বিএনপি), আবুল কাশেম (বিএনপি), আবু হানিফ (বিএনপি), আব্দুল হান্নান মেম্বার (বিএনপি)।

গালাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার (আ’লীগ), জিয়াউল হক জিয়া (আ’লীগ), আবুল কাশেম (আ’লীগ), এ এস এম আবু সায়েম তালুকদার (আ’লীগ), ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী মেম্বার (বিএনপি), সাবেক চেয়ারম্যান হাসিম উদ্দিন (বিএনপি),  প্রাক্তন চেয়ারম্যান শামছুল হুদা তালুকদার (বিএনপি), আব্দুর রাজ্জাক মাষ্টার (বিএনপি), সার্জেন্ট (অব:) মোঃ রফিকুল ইসলাম (বিএনপি)।

বালিখা ইউনিয়নে চেয়ারম্যান পদে তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শামছুল আলম (আ’লীগ), রেজাউল করিম দুদু (আ’লীগ), তোফাজ্জল হোসেন রেনু (আ’লীগ), মজিবুর রহমান (আ’লীগ), সাবেক চেয়ারম্যান ছিদ্দিক হোসেন (আ’লীগ), ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান (বিএনপি), প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার (বিএনপি), মাওলানা মোবারক হোসেন (বিএনপি), রুহুল আমিন (বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি)।

কামারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম (আ’লীগ), রফিকুল ইসলাম বাদল মাস্টার (আ’লীগ), আতিকুর রহমান খান মিন্টু (আ’লীগ), মাসুদ তালুকদার (আ’লীগ), নুরুজ্জামান (আ’লীগ), সাবেক চেয়ারম্যান রুকুনুজ্জামান (বিএনপি), রফিকুজ্জামান খান (বিএনপি), ইসলাম উদ্দিন সরকার (বিএনপি)।

কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুর রব সরকার (আ’লীগ), মাঝহারুল ইসলাম সরকার (আ’লীগ), প্রাক্তন চেয়ারম্যান আমজাত হোসেন সরকার (আ’লীগ), মোঃ এবাদত হোসেন রুনু (আ’লীগ), মজিবুর রহমান (আ’লীগ), সাবেক চেয়ারম্যান ছোহরাব হোসেন সরকার (বিএনপি), হাবিবুর রহমান হবি (বিএনপি), এম এ হামিদ (বিএনপি), হারেছ উদ্দিন মেম্বার (বিএনপি)।

রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমরান হোসেন আকন্দ (আ’লীগ), সাবেক চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ (আ’লীগ) ইকরামুল হক খান (আ’লীগ), ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল হক ভুলে (আ’লীগ), রফিকুল ইসলাম রং মিয়া (আ’লীগ), নাজিরুল হক (বিএনপি), রফিকুল ইসলাম (বিএনপি), নূরে আলম (বিএনপি)।

ঢাকুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল (আ’লীগ), ইকরামুল হক তালুকদার (আ’লীগ), সাইফুল ইসলাম (আ’লীগ), কাজল সরকার (আ’লীগ), এনায়েত কবির (আ’লীগ), জুবায়ের হোসেন তালুকদার (বিএনপি), আব্দুস ছালাম (বিএনপি), রফিকুল ইসলাম মাস্টার (বিএনপি), মোজাম্মেল হক তালুকদার (বিএনপি), শাহদাত হোসেন (বিএনপি), আব্দুল গণি মেম্বার (বিএনপি)।

বিষকা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান  আহম্মদ আলী খান (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল (আ’লীগ), শাকির আহম্মেদ বাবুল (আ’লীগ), রফিকুল ইসলাম সাইদ (আ’লীগ), আব্দুর রশিদ সরকার (বিএনপি)।

এছাড়া ১০ ইউনিয়নে ৩০টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদে প্রায় শতাধিক নারী ও ৯০টি সাধারন ওয়ার্ডে ৪ শতাধিক মেম্বার প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা অধ্যাপক কাজিম উদ্দিন সরকার বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা দলীয় প্রার্থী নির্ধারন করবেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, তৃণমূল নেতাদের সাথে আলাপ আলোচনা করে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | জানুয়ারি ৩১, ২০১৬