| সকাল ৯:১৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শ্রীপুরে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানবন্ধন

টি.আই সানি , শ্রীপুর সংবাদদাতা,৩০ জানুয়ারি ২০১৬: 
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অসামাজিক কার্য্যকলাপের বিরুদ্ধে প্রায় একহাজার ধর্মপ্রাণ মুসলমান মানববন্ধন করেন।
এতে এলাকার প্রায় ৩০টি মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থী ও ইমামগণসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। ৩০জানুয়ারি শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দুই কিলো মিটার রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য: আগামী ২ফেব্রুয়ারি জৈনাবাজার সংলগ্ন পূজামাঠে যাত্রাগান,হাউজি,জুয়াসহ অসামাজিক কর্মকান্ড চালানোর বিরুদ্ধে সচেতন এলাকাবাসী ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মাতবর,জৈনাবাজার কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম মাওলানা মোহাম্মদউল্লাহ্‌, তারেক হাসান বাচ্চু প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৮:০৩ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০১৬