| সকাল ৮:২৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। বুধবার দুপুরে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া চত্বর থেকে বের হওয়া বিড়্গোভ মিছিলটি সড়ক প্রদক্ষিণের সময় কালীবাড়ী ব্রীজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানকার বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক অসিম সরকার বাধন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম মোলস্না, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. মাসুদুল হাসান, জেলা জাসাস সভাপতি সন্দিপ রায়, যুবদল নেতা আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সমবায় সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ ও সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবি জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০১৬